ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে হবে : ডিআইজি বরিশাল রেঞ্জ

বরিশাল অঞ্চলের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান বলেছেন কোভিড-১৯ সংক্রামন করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য বিধির আওতায় আনার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাই আমাদের সবাইকে করোনা প্রতিরোধে এগিয়ে আসা আবশ্যক। করোনা প্রতিরোধের পাশাপাশি সরকারের সকল উন্নয়ন কার্যক্রমেও আমাদের সবাইকে


আন্তরিক হতে হবে। সমাজে শান্তি শৃংখলা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা কেউ কারো ক্ষতি করবো না, এ মানসিকতা নিয়ে সমাজে বসবাস করবো। তিনি ২৬ জুন শনিবার পটুয়াখালী পুলিশ লাইন্স-এ প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম), চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন,

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি এড. সোহরাব হোসেন, সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু সাঈদ, সাধারন সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদেরসহ জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এর আগে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বড় জামে মসজিদে জোহুরের নামায আদায় করেন এবং দেশকে করোনা মুক্তির লক্ষ্যে দোয়া মিলাদে অংশগ্রহন করেন। পরে সদর থানা পুলিশ কার্যালয় পরিদর্শন করেন ডিআইজি।

ads

Our Facebook Page